Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ
নিশ্চিত করণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।

 

অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টার

o জননিরাপত্তামূলক কোন কাজে সরকার বা সরকারের অধীন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করা।

o দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোন জনকল্যাণমুলক কাজে অংশ গ্রহন করা।

o দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক নির্দেশিত কাজে অংশ গ্রহন করা এবং শৃঙ্খলা বাহিনীতে সহযোগীতা করা।

o আইন শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করা।

o সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করা।

এছাড়াও, মানব সম্পদ উন্নয়ণে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের নিম্নবর্ণিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়ঃ

o সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ(পুরুষ ও মহিলা)।

o গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

o মৎস্য চাষ প্রশিক্ষণ (আনসার ও ভিডিপি)।

o গবাদী পশু পালন ও প্রাথমিক চিকিৎসা কোর্স(আনসার ও ভিডিপি)।

o হাঁস-মুরগী পালন ও প্রাথমিক চিকিৎসা কোর্স(আনসার ও ভিডিপি)।

o ছাগল পালন প্রশিক্ষণ(আনসার ও ভিডিপি)।

o ফ্রিজ ও এয়ার কন্ডিশনার মেরামত প্রশিক্ষণ(আনসার ও ভিডিপি)।

o ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ(আনসার ও ভিডিপি)।

o সেলাই প্রশিক্ষণ(আনসার ও ভিডিপি)।

o সোয়েটার নিটিং ও লিংকিং প্রশিক্ষণ(আনসার ও ভিডিপি)।

o মোবাইল ফোন সেট সাভিসিং প্রশিক্ষণ (ভিডিপি)।

o কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স (আনসার ও ভিডিপি পুরুষ ও মহিলা)।

o মোটর গাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ(আনসার ও ভিডিপি)।

o উন্নত প্রযুক্তিতে আলু ও ষ্ট্রবেরী চাষ সংরক্ষণ ও ব্যবহার প্রশিক্ষণ।

o উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষণ।

o অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষণ।

o ফুল চাষ প্রশিক্ষণ।

o নকশি কাঁথা তৈরী প্রশিক্ষণ।

o যুগপৎ প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ (কোর গ্রুপ) প্রশিক্ষণ।

o যুগপৎ প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ অনুশীলন প্রশিক্ষণ।

 

উপরোক্ত বিষয়সমূহ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদেরকে আর্থ সামাজিক উন্নয়নে/স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে বিনা জামানতে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়ে থাকে।